`

গত ঈদে আমরা পরিকল্পনা করি যে, কোনোভাবে যদি গরীব মানুষের পাশে দাড়াতে পারি তাহলে মন্দ হতো না।

 

সেই থেকে সবার কাছ থেকে ১০-২০-৫০-৬০ যে যা পেরেছে তা দিয়ে একজন গরীব-অসহায় মানুষকে একটি ছাগল দিয়ে তার জীবিকার ব্যবস্থা করার মাধ্যমে আমাদের যাত্রা শুরু।

 

এটা আমাদের প্রথম অনুদান। ৪০০০ টাকার একটি ছাগল। যা পালন করে সে পরবর্তীতে অনেক ছাগলের মালিক হতে পারবে। এর মাধ্যমে তার অভাব পুরোপুরি না ফুরালেও অনেকাংশে কমবে।

 

তাই সবাই সহায়তা প্রদান করুন। আশেপাশের গরীব মানুষদের পাশে দাড়ান।

এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে?

আন-নাজম, আয়াত: 20

Categories : Categories : আমাদের গল্প, প্রকল্পসমূহ, সহযোগিতার গল্প
0 Comments
Inline Feedbacks
View all comments