দারিদ্র্য ও চিকিৎসা—এই দুটি শব্দ যেন পরস্পরের প্রতিকূল। আমাদের সমাজে এখনো এমন অসংখ্য মানুষ রয়েছেন, যারা অর্থের অভাবে ন্যূনতম চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত। ঠিক সেই জায়গা থেকেই কাজ শুরু করেছে আল-মদীনা যুব প্রজন্ম ফাউন্ডেশন।
এই সংগঠনটি দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করছে। প্রতি মাসেই বিভিন্ন এলাকায় মেডিকেল ক্যাম্প আয়োজন করে সাধারণ মানুষের মাঝে চিকিৎসা পৌঁছে দিচ্ছে তারা। বিশেষ করে বৃদ্ধ, গর্ভবতী নারী, শিশু ও অসুস্থ শ্রমজীবী মানুষরা এই কার্যক্রমের মূল সুবিধাভোগী।
আমাদের কার্যক্রমে যা অন্তর্ভুক্ত:
- প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ
- চিকিৎসকদের বিনামূল্যে পরামর্শ
- স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ক্যাম্পেইন
- রক্তদান কর্মসূচি
- বিশেষায়িত রোগের জন্য চিকিৎসা সহায়তা ও রেফারেল ব্যবস্থা
এই সকল উদ্যোগ সম্পূর্ণভাবে পরিচালিত হয় সংগঠনের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক ও দাতাদের সহযোগিতায়।
আপনি কীভাবে অংশ নিতে পারেন?
আপনি চাইলে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে পারেন, অথবা দান করে এই মহান কাজে অবদান রাখতে পারেন। ছোট একটি সহায়তাও কোনো এক অসহায় মানুষের জীবনে নতুন আশার সৃষ্টি করতে পারে।
আল-মদীনা যুব প্রজন্ম ফাউন্ডেশন বিশ্বাস করে—স্বাস্থ্য সেবা সবার জন্য মৌলিক অধিকার, বিলাসিতা নয়। আর তাই আমাদের লক্ষ্য একটাই—”সবার জন্য স্বাস্থ্য, সবার জন্য মানবতা।”
সেদিন আকাশ প্রকম্পিত হবে প্রবলভাবে।
আত্ব-তূর, আয়াত: 9